Saturday, May 31, 2014

ধ্রুব চট্টোপাধ্যায়ের জন্য

স্মৃতিসৌধ বা নগরীর নাম
তোমার নামেতে নয়
এদের জন্য তুমি তো করনি
জীবনকে অপচয়

তবুও তোমার জায়গাটি আছে
কত মানুষের মনে
সঙ্গে তোমার চলেছিল যারা
স্বপ্নের সন্ধানে

সেই স্বপ্নটা, গাড়িঘোড়া নয়
দিল জীবনকে মানে,
যদিও অধরা, পথচলা তবু
অন্যের কল্যানে

আজকের যুগে, মুষিক দৌড়ে
এইসব দুর্লভ
তাইতো তোমার মৃতুস্মরণে
স্বপ্ন মহোত্সব

No comments:

Post a Comment