Friday, November 28, 2014

প্রতিবাদ আখ্যান



আমি প্রতিবাদ বড় ভালবাসি
আমার বাঙালি মন
প্রতিবাদী মোর স্বপ্ন  শয়ন
প্রতিবাদে জাগরণ

কেড়ে নিয়ছ তো স্বপ্ন  আমার
কেড়েছো  সংস্কতি
তবুও তো আমি বাঙালি থাকব
প্রতিবাদে নিষ্কৃতি

যেদিন আমার প্রতিবাদ নিয়ে
খেলবে তোমার খেলা
মনে রেখো দিন লাল দাগ দিয়ে
শেষের সুরুর বেলা

মনে রেখো কথা মেরোনা মরাকে
জেগে ওঠে যদি প্রাণ
প্রতিবাদহীন বাঙালি ভীষণ
পাবেনা পরিত্রান




No comments:

Post a Comment