দিন যায়.
এই এক দীর্ঘ যাত্রা
পূর্ব থেকে পশ্চিমে
বহু দিন ধরে
এক অন্তহীন ট্রেনে
বাঁধা পথের স্টেশন ছুয়ে
নির্দিষ্ট গতিতে সব সিগনাল মেনে মেনে
এক অন্তহীন যাত্রা এই
এক অন্তহীন প্রতিক্ষার সমান
মন চায় নেমে পড়তে কন অজানা
নামহারা স্টপে
পাহাড় এর ধরে বা ঠিক নদীটার আগে
টিকিট ছাড়াই মনের খেয়ালে
তবু এই ট্রেন যেন
একটা জীবন
পালাবার সব পথ থাকলেও
ভাববার পথ পাওয়া যায় না.
এই এক দীর্ঘ যাত্রা
পূর্ব থেকে পশ্চিমে
বহু দিন ধরে
এক অন্তহীন ট্রেনে
বাঁধা পথের স্টেশন ছুয়ে
নির্দিষ্ট গতিতে সব সিগনাল মেনে মেনে
এক অন্তহীন যাত্রা এই
এক অন্তহীন প্রতিক্ষার সমান
মন চায় নেমে পড়তে কন অজানা
নামহারা স্টপে
পাহাড় এর ধরে বা ঠিক নদীটার আগে
টিকিট ছাড়াই মনের খেয়ালে
তবু এই ট্রেন যেন
একটা জীবন
পালাবার সব পথ থাকলেও
ভাববার পথ পাওয়া যায় না.
No comments:
Post a Comment