Saturday, November 29, 2014

কেন এসেছি? সুবোধ সরকারের উদ্দেশে



আমরা এখানে এসেছি
প্রতিবাদ করতে
রসিকতার বিরুদ্ধে

এই যে আমাদের নিয়ে হাসা হচ্ছে!

আমরা নাহয় কর্তাভজা,
আমরা নাহয় প্রতারকদের প্রতারনা করে ধরা পড়ি
আমরা নাহয় বার বার কথা বদলাই
আমরা নাহয় ছড়া লিখি আর ছবি বেচি চুরির টাকায়
 
 তবু, কলকাতা - একটা রসিকতা নাকি?

আমাদের থাবায় আছে বুদ্ধিজীবী
আর প্রতিবাদ আমাদের পৈত্রিক অধিকার
এস্প্লানাদের ভিটে বাড়ির মত  

ভারতবর্ষ হেসোনা
গোসা হবে কিন্তু।








No comments:

Post a Comment