Saturday, March 21, 2020

ভালোবাসার উপাখ্যান ১

বলার ছিল তোমায় ভালোবাসি 
ভেবেছিলাম সহজ হবে বলা 
আমার তোমার মধ্যে শুধু কথা
তারপরেতে সঙ্গে জীবন চলা 

হৃদয়ে ঝড় একটি হাসির মতো 
দেখেছি যে তোমার কালো চোখ 
তোমার বুকে ডুব দেওয়া মোর মুখ 
এমনিভাবেই সারা জীবন হোক 

বলতে গিয়ে আটকে গেলো কথা 
ভদ্র ভাবে ইনিয়ে বিনিয়ে বলি 
যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা কতো 
মান বাঁচিয়ে সাবধানেতে চলি 

হাঁসলে তুমি বুঝলে আমার ভান 
বললে শুধু, চুমু খেতে কি চাও 
ঠোঁটের ওপর ঠোঁটের বাঁধন দিয়ে 
আবোল তাবোল বলবে বলে যাও 


  




Saturday, November 29, 2014

কেন এসেছি? সুবোধ সরকারের উদ্দেশে



আমরা এখানে এসেছি
প্রতিবাদ করতে
রসিকতার বিরুদ্ধে

এই যে আমাদের নিয়ে হাসা হচ্ছে!

আমরা নাহয় কর্তাভজা,
আমরা নাহয় প্রতারকদের প্রতারনা করে ধরা পড়ি
আমরা নাহয় বার বার কথা বদলাই
আমরা নাহয় ছড়া লিখি আর ছবি বেচি চুরির টাকায়
 
 তবু, কলকাতা - একটা রসিকতা নাকি?

আমাদের থাবায় আছে বুদ্ধিজীবী
আর প্রতিবাদ আমাদের পৈত্রিক অধিকার
এস্প্লানাদের ভিটে বাড়ির মত  

ভারতবর্ষ হেসোনা
গোসা হবে কিন্তু।








Friday, November 28, 2014

প্রতিবাদ আখ্যান



আমি প্রতিবাদ বড় ভালবাসি
আমার বাঙালি মন
প্রতিবাদী মোর স্বপ্ন  শয়ন
প্রতিবাদে জাগরণ

কেড়ে নিয়ছ তো স্বপ্ন  আমার
কেড়েছো  সংস্কতি
তবুও তো আমি বাঙালি থাকব
প্রতিবাদে নিষ্কৃতি

যেদিন আমার প্রতিবাদ নিয়ে
খেলবে তোমার খেলা
মনে রেখো দিন লাল দাগ দিয়ে
শেষের সুরুর বেলা

মনে রেখো কথা মেরোনা মরাকে
জেগে ওঠে যদি প্রাণ
প্রতিবাদহীন বাঙালি ভীষণ
পাবেনা পরিত্রান




Saturday, May 31, 2014

সুনীল গঙ্গোপাধ্যায়



তুমি আমাদের
সুন্দরী ভাষাকে
নিয়ে গিয়েছেলে-
    ঘরের বাইরে
তাকে সাজিয়েছিলে
জগতের জন্য তৈরি
শানিত যেন এক
    তরবারি

তারপর আবার
নিয়ে আসলে তাকে
সেই মাঠে, ঘটে, পুকুর পারে
    অপেক্ষায় -
যখন আমরা তৈরি হব,
বের হব ঘরের বাইরে
খুজতে যাব তোমার জগতকে
    নবীন কিশোর


সেই সময়

এই রকম সময়ে
মুহুর্ত রা দাঁড়ায়
যেন কিছুর অপেক্ষায়,

ইস যদি ফিরে যেতে পারতাম

সেই সময়ে, অনেক বছর আগে
যখন কাঁচা চুল আর
অধরা ভালবাসা
আর অনেকখানি সময় নিয়ে
আমি দাঁড়াতাম -

সেই সময়, আমার মুহুর্তগুলো
চেয়েছিল ছুটে যেতে,
ফাস্ট ফরওয়ার্ড
জীবনের সফলতার সন্ধানে -
আসতে এই সময়ে

আমি আজও ভাবি,
আমি আজও ভালবাসি
আমি প্রশ্ন করি সময়কে,
তুমি পারবে কি?

ধ্রুব চট্টোপাধ্যায়ের জন্য

স্মৃতিসৌধ বা নগরীর নাম
তোমার নামেতে নয়
এদের জন্য তুমি তো করনি
জীবনকে অপচয়

তবুও তোমার জায়গাটি আছে
কত মানুষের মনে
সঙ্গে তোমার চলেছিল যারা
স্বপ্নের সন্ধানে

সেই স্বপ্নটা, গাড়িঘোড়া নয়
দিল জীবনকে মানে,
যদিও অধরা, পথচলা তবু
অন্যের কল্যানে

আজকের যুগে, মুষিক দৌড়ে
এইসব দুর্লভ
তাইতো তোমার মৃতুস্মরণে
স্বপ্ন মহোত্সব

দিন যায়

দিন যায়.

এই  এক দীর্ঘ যাত্রা
পূর্ব থেকে পশ্চিমে
বহু দিন ধরে
এক অন্তহীন ট্রেনে

বাঁধা পথের  স্টেশন ছুয়ে
নির্দিষ্ট গতিতে সব সিগনাল মেনে মেনে
এক অন্তহীন যাত্রা এই
এক অন্তহীন প্রতিক্ষার সমান

মন চায় নেমে পড়তে কন অজানা
নামহারা স্টপে
পাহাড় এর ধরে বা ঠিক নদীটার আগে
টিকিট ছাড়াই মনের খেয়ালে

তবু এই ট্রেন যেন
একটা জীবন
পালাবার সব পথ থাকলেও
ভাববার পথ পাওয়া যায় না.